স্বাধীনতা দিবসে রাবি সাংবাদিক সমিতির পুষ্পস্তবক অর্পণ
- সংবাদ প্রকাশের সময় : ০২:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সদস্যরা। মঙ্গলবার (২৬শে মার্চ ) দিনের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রায়ের সঞ্চালনায় স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় রাবিসাসের সভাপতি নোমান ইমতিয়াজ বলেন, স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্বাধীনতা বিরোধী মৌলবাদ গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে তৎপর হয়ে আছে। আমরা আমাদের লেখনীর মাধ্যমে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাব।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি অর্পন ধর। যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান তামিম , সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন, কার্যনির্বাহী এবং সহযোগী সদস্যরা।