ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এসময় উভয় পক্ষের আরও ৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া (যোগীপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া (যোগীপাড়া) এলাকায় দীর্ঘদিন থেকে বিএনপি নেতা ইসরাফিলের সাথে একই এলাকায় আওয়ামী লীগ নেতা মোতালেব মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন একে অপরের ওপর হামলে পড়ে। এতে দুই পক্ষের ৯ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

পরে নিহত শাওনের স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে ইসরাফিল, গহন আলীসহ তিন জনের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

নিহত শাওনের ভাই মোতালেব মিয়া জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ইসরাফিলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়িতে হামলা করে। এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনসহ ৪ জনকে কুপিয়ে হত্যা করে।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষে শাওন নামে এক যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোনারগাঁয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এসময় উভয় পক্ষের আরও ৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া (যোগীপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া (যোগীপাড়া) এলাকায় দীর্ঘদিন থেকে বিএনপি নেতা ইসরাফিলের সাথে একই এলাকায় আওয়ামী লীগ নেতা মোতালেব মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন একে অপরের ওপর হামলে পড়ে। এতে দুই পক্ষের ৯ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

পরে নিহত শাওনের স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে ইসরাফিল, গহন আলীসহ তিন জনের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

নিহত শাওনের ভাই মোতালেব মিয়া জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ইসরাফিলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়িতে হামলা করে। এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনসহ ৪ জনকে কুপিয়ে হত্যা করে।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষে শাওন নামে এক যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।