ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুদের টাকার জন্য স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুদের টাকা দিতে না পারায় স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে মারধরসহ শারিরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। মারধরে আহত গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের।

শনিবার (১১ জানুয়ারি) রাতে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের আবুল কালামের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করে বলেন, ২০২০ সালে আমার স্বামী আবুল কালাম পার্শ্ববর্তী বাড়ির নজরুল মোল্লার কাছ থেকে এক লাখ টাকা সুদে আনেন। এ যাবত নজরুল মোল্লাকে দুই লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। তারপরেও নজরুল মোল্লা এক লাখ টাকা দাবি করে আসছিলো।

রোজিনা বেগম আরও বলেন, প্রায় দুই মাসপূর্বে নজরুল মোল্লা মৃত্যুবরণ করেন। এরপর সুদের ওই টাকার জন্য মৃত নজরুলের স্ত্রী বিলকিস ও তার ছেলে মুন্না মোল্লা চাঁপ প্রয়োগ করে আসছিলেন। সুদের টাকার জন্য তারা বিকেলে বাড়িতে এসে স্বামী আবুল কালামকে না পেয়ে মুন্না ও তার মা আমাকে ব্যাপক মারধর করে শারিরিকভাবে লাঞ্ছিত করেন।

স্থানীয়রা আহতাবস্থায় আমাকে (রোজিনা) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মুন্না মোল্লার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে হামলার ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এএসআই মো. রফিক জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুদের টাকার জন্য স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর

সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

সুদের টাকা দিতে না পারায় স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে মারধরসহ শারিরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। মারধরে আহত গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের।

শনিবার (১১ জানুয়ারি) রাতে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের আবুল কালামের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করে বলেন, ২০২০ সালে আমার স্বামী আবুল কালাম পার্শ্ববর্তী বাড়ির নজরুল মোল্লার কাছ থেকে এক লাখ টাকা সুদে আনেন। এ যাবত নজরুল মোল্লাকে দুই লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। তারপরেও নজরুল মোল্লা এক লাখ টাকা দাবি করে আসছিলো।

রোজিনা বেগম আরও বলেন, প্রায় দুই মাসপূর্বে নজরুল মোল্লা মৃত্যুবরণ করেন। এরপর সুদের ওই টাকার জন্য মৃত নজরুলের স্ত্রী বিলকিস ও তার ছেলে মুন্না মোল্লা চাঁপ প্রয়োগ করে আসছিলেন। সুদের টাকার জন্য তারা বিকেলে বাড়িতে এসে স্বামী আবুল কালামকে না পেয়ে মুন্না ও তার মা আমাকে ব্যাপক মারধর করে শারিরিকভাবে লাঞ্ছিত করেন।

স্থানীয়রা আহতাবস্থায় আমাকে (রোজিনা) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মুন্না মোল্লার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে হামলার ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এএসআই মো. রফিক জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।