সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমাণ্ডে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিউমার্কেটের ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন।
জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হয়। এরমধ্যে একজন ছাত্র ও অন্যজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এই দুই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ থেকে নির্বাচন করে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন আইনজীবী আনিসুল হক । এরপর ওই বারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।
সালমান এফ রহমান এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।
সালমান এফ রহমান ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। এরপর তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট (সোমবার ) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সরকারের অনেক মন্ত্রী-এমপি ও প্রভাবশালীরা গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া গেছে।