সালথায় কালবে্র সভাপতি নরেশ, সম্পাদক ইব্রাহিম
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব্) উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে সালথা সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ নরেশ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম শেখ নির্বাচিত হন।
নির্বাচিত অন্য সদস্যরা হলো-ভাইস চেয়ারম্যান পদে নবকাম পল্লি কলেজের ক্রীড়া শিক্ষক অশোক কুমার বিশ্বাস, ট্রেজেরার পদে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দিন, কাগদী মুরাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার রায়, ডিরেক্টর (২টি) পদে বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুল্লাহ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেলা সমবায় বিভাগের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন বলেন, সমবায় সমিতি একটি অর্থনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সকলের প্রচেষ্টায় আনন্দঘন পরিবেশে আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।