সারা দেশেই দাপট দেখাচ্ছে ডেঙ্গু
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জন।
একই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯ জন।
বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯১ জন রয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশালে ৭৬ জন, খুলনায় ৯২ জন, ময়মনসিংহে ২৪ জন ও রাজশাহীতে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।