সারা দেশেই ঝরবে বৃষ্টি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর ফলে কয়েকদিনের গরম কিছুটা কমেছে।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর সড়কে যান ও লোকজনের চলাচল কিছুটা কম রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১ আগস্ট) সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টিরও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪ থেকে ৫ দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বুধবার (৩১ জুলাই) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে ২৩৪ মিলিমিটার।
বৃহস্পতিবার (১ আগস্টা) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য সতর্কবার্তায় বলা হয়, দেশের ১৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, যশোর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।