বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর
সাবেক মেয়র লিটন ও সাবেক এমপি বাদশার বিরুদ্ধে মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির ৬৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাবেক এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবালকেও আসামি করা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, মামলায় আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির ২৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০০ জনকে। এসআই সোহেল রানাকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।