সাবেক মন্ত্রী ফিজারের জানাযায় মানুষের ঢল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
সাবেক মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এর নামাজে জানাযায় সর্বস্তরের হাজার হাজার জনতার ঢল নামে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ ওই নামাজে জানাযায় যোগ দেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকেই সরকারি কলেজ মাঠে দলে দলে হাজার হাজার মানুষ সমবেত হতে থাকে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল এর নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানসহ সঙ্গীয় ফোর্স তাঁকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মযার্দা দেয়া হয়।
বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে নামাজে জানাযা পড়ান ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত উল্লাহ্। পরে দুপুর সাড়ে ১২টায় তার নিজ গ্রাম ফুলবাড়ী উপজেলার শহর থেকে ১৫ কি.মি. দূরে এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রামে বাদ যোহর বেলা ৩ টায় রুদ্রানী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে পিতা মৃত মোবারক আলী এবং মাতা মৃত শাহেদা খাতুনের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
এর আগে রোবরার রাত ১০টায় ঢাকায় এবং সোমবার সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর আদর্শ কলেজ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে নেতাকর্মী এবং শুভাকাক্সক্ষীরা মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনেকে আসেন প্রিয় নেতাকে শেষবারের মত একনজর দেখতে। জানাযা নামাজে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমগ্র জেলার বিভিন্ন স্তরের মানুষ এবং মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা০৪ মিনিটে ঢাকা ল্যাব এইড ক্যান্সার হাসপাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাগনে এ্যাড. মহিউদ্দিন কাদের এবং উপাধ্যক্ষ মোস্তফা খালেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে এবং দেশের বাইরে চিকিৎসা করছিলেন। শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত কয়েকদিন আগে তাকে ঢাকা ল্যাব এইড ক্যান্সার হাসপাপাতালে ভর্তি করা হয়। দুদিন আইসিইউ তে রাখা হয়। এরপর রোববার রাত ৮টা০৪ মি. চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব¡ দিয়ে আসছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে লাগাতার ৮ বার এমপি নির্বাচিত হয়েছেন। একাধারে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভ‚মি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোস্তাফিজুর রহমান ফিজার উপজেলার একটি অজোপাড়ায় জন্ম গ্রহণ করে ১৯৯২ সালে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।