সংবাদ শিরোনাম ::
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
আপত্তিকর মন্তব্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে অভিযোগটি করেন।
মামলার বাদী বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে বুধবার (২১ আগস্ট) আদেশের দিন ধার্য করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তার সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন।