ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৬ দিনের রিমান্ডে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে (২৭ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঈশিতা ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় সাগর নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন আসামিদের এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। মামলায় এনামুর ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৬ দিনের রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে (২৭ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঈশিতা ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় সাগর নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন আসামিদের এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। মামলায় এনামুর ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।