সংবাদ শিরোনাম ::
সাবেক গণপূর্তমন্ত্রীর নামে বিস্ফোরক আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর নামে আদালতে বিস্ফোরক আইনে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) জেলা শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন।
পরে বিচারক আবেদনটি আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট ১ থেকে ৫ নম্বর আসামির নির্দেশে অন্যান্য আসামিরা গণপূর্তমন্ত্রীসহ কয়েকজন সাক্ষীর ওপর হামলা করেন। এতে তারা বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া আসামিরা ব্যাংক এশিয়া, জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়, নন্দিতা কালার ল্যাবসহ বিভিন্ন স্থাপনায় পেট্রোল বোমা ও ককটেল মেরে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি করে।