সংবাদ শিরোনাম ::
যুবদলের কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা
সাবেক এমপি গালিবসহ ৭১ জনের নামে মামলা
মাসুদ রানা,পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা করার অভিযোগে পাবনা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ গালিবসহ ৭১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৭০/৮০ জনকে আসামি করা হয়ে।
মামলায় প্রধান আসামি সাবেক এমপি গালিব জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ঈশ্বরদী শহরের যুবদল কর্মী নজরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, সাবেক এমপি গালিবুর রহমান শরীফ গালিবকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।