সাবেক ইউপি চেয়ারম্যান দুই দিনের রিমাণ্ডে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নড়াইল সদরে প্রতিপক্ষের প্রাইভেটকার পোড়ানো ও চাঁদাবাজি মামলায় সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এবং তার সহযোগী আব্দুর রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ জুন) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই মেহেদী হাসান আদালতে তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চেযে আবেদন করেন। অঅদালত শুনানি শেষে দুইদিনের জন্য মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে ২ জুন রাতে গোবরা গ্রামে নিউটন গাজীর প্রাইভেটকার পুড়িয়ে দেয় সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে সংঘবদ্ধ লোকজন। গাড়ির পোড়ানোর পাশাপাশি নিউটনের ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ স্বর্ণালংকার এবং টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নিউটন গাজীর বয়োবৃদ্ধ বাবা আবুল হোসেন গাজী স্ত্রী নাসরিন আক্তার, শিশুপুত্র সাব্বির গাজী ও ছয়মাস বয়সী আরাব এবং প্রতিবেশি মোহাম্মদ লিটনকে মারপিট করে আহত করা হয়েছে।
এ ঘটনায় উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ৩ জুন থানায় ১৫ জনের নামে মামলা দায়ের করেন নিউটন গাজী। মামলার পরদিন উজ্জ্বল শেখ ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এদিকে, উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে সোমবার (১০ জুন) দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তার সমর্থকরা। তারা বলেন,উজ্জ্বল শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হয়েছে।