সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, গ্রেফতার ৬ জন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে চট্টগ্রামের বায়েজীদ এলাকা থেকে সাজেদুল মল্লিক (২৫), পাভেল শেখ (২৮),মামুন মোল্যা (২৬) এবং রহমত উল্লাহ শেখ (১৯)কে গ্রেফতার করে র্যাব।
এ ঘটনায় র্যাব শুক্রবার (১৭ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, সাজেদুল মল্লিক জানিযেছেন, হত্যাকান্ডে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। ওই সময় তার হাতে থাকা চার রাউন্ড এমুনিশন ভর্তি গুলি দিয়ে তিন রাউন্ড গুলি করলে চেয়ারম্যানের বুকে ও পাজরে লাগে। পরবর্তীতে অস্ত্রটি মধুমতি নদীতে ফেলে দেন।
গত সোমবার লোহাগড়া থানা পুলিশ মঙ্গলহাটা গ্রামের সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপনের স্ত্রী মরিয়ম বেগমকে এবং ভ্যান চালক ইদ্রিস শেখকে আটক করে। তারা আদালতে ১৬৪ ধারায় জবান বন্দিতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের তথ্যমতে অন্য আসামীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়।
উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে গুলিতে করে হত্যার পর গ্রামের প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আকবার হোসেন লিপনকে প্রধান আসামি করে ৩০ জনের নামে মামলা করা হয়। নিহতের ভাই রেজাউল শিকদার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরন করা হবে।অন্য আসামিদের ত্রুত আটকের চেষ্টা চলছে।