সান্তাহারে বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্বা আমিরুল ইসলাম মঞ্জু গণিত ও বিজ্ঞান ক্লাবের প্রথম প্রতিষ্ঠাতা বাষির্কী উপলক্ষে আদমদীঘি দুপচাঁচিয়া এলাকার নব নির্বাচিত সাংসদ খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের সংবর্ধনা অনুষ্ঠান এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবির। সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম জোয়ারদার, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপা।
এছাড়াও সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ছাতিনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক ওয়ার্ড কাউন্সিলর হুমিয়ন কবির বাদশা প্রথম আলোর সাংবাদিক খাইরুল ইসলাম, প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গসহ আরো অনেক উপস্থিত ছিলেন।