সান্তাহারে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে জাল টাকাসহ সাইফুল নামে এক যুবককে আটক করে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, গোপন সংবাদরে ভিত্তিতে বুধবার (২৭ মার্চ) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে টুটুলের বিকাশের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে সাইফুল নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে বিভিন্ন অংকের জাল টাকাসহ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক সাইফুল (৩৫) লালমনিরহাট জেলার পানির ট্যাংকি এলাকার অলি আহমদের ছেলে। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে পুলিশ জাল নোটসহ আটককৃত সাইফুল নামে এক যুবককে আটক করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।