সংবাদ শিরোনাম ::
সাংবাদিক হত্যা প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রতিবাদ
শহিদুল ইসলাম দইচ যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারাদেশে চারজন সাংবাদিকসহ ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন লেখক, বিশষ্ট লেখক গবেশোক ,ও সাংবাদিক নেতা বেনজিন খান।
সাংবাদিক ইউনিয়নের সাবেক সম্পদক তৌহিদ জামান, সংগঠনের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় রাখেন বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সাংবাদিক নেতা আনোয়ারুল কবীর নান্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিকর নেতারা বলেন,সাংবাদিক হত্যাকারিদের চিহ্নিত আটক করে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে।যে সব সাংবাদিকদের আটক করা হয়েছে তাদের অনতি বিলম্ভে মুক্তি দিতে হবে।