সংবাদ শিরোনাম ::
সাংবাদিক রুহুল আমিন গাজীর সুস্থতা কামনায় যশোরে দোয়া
যশোর অফিস
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র দ্রুত সুস্থতা কামনা করে দোয়া কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ আসর যশোরের বিভিন্ন মসজিদে এ দোয়া কর্মসূচি পালন করা হয়। দোয়া অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর দ্রুত সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, রুহুল আমিন গাজী কিডনী সংক্রান্ত জটিল রোগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার রাত ৩টায় লন্ডনে চিকিৎসার জন্য বিমানবন্দরে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার শারিরীক পরিস্থিতি বিবেচনায় অনুমতি দেননি।