সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, যা জানালো আওয়ামী লীগ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
সারা দেশে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৪ আগস্ট) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব জানিয়েছেন।
বিবৃতিতে নাছিম বলেন, ঢালাওভাবে সাংবাদিকদের নামে হত্যা মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঢালাওভাবে হত্যা মামলার আসামি করছে।
এরমধ্যে বহু বুদ্ধিজীবী, সাংবাদিক, অ্যাক্টিভিস্টের নামে মামলা হয়েছে । একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রিমান্ডে নেয়া হয়েছে। এসব ঘটনা মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন। আমরা এর নিন্দা এবং অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি।
বিবৃতিতে নাছিম বলেন, রাজধানীর উত্তরা এলাকায় একটি হত্যা মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়। যাত্রাবাড়ী থানায় করা আরেকটি হত্যা মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এটিএন নিউজের সাবেক বার্তাপ্রধান মুন্নী সাহা, একাত্তর টিভির প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপা, একাত্তর টিভির চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেসসচিব নাঈমুল ইসলাম খানকে আসামি করা হয়।
সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদ জানিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। কিন্তু এসব প্রতিবাদ ও উদ্বেগের তোয়াক্কা করছে না সরকার। গ্রেপ্তারকৃতদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য কোনো আইনজীবীকে লড়তে দেয়া হচ্ছে না। যা সুষ্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।