সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা তৈলকুপির একটি পুকুর থেকে মো. রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাবনা সদর উপজেলার গাছপাড়া মহল্লার রাহেন ইসলামের ছেলে। রবিউল পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ব্যাটারি চালিত বউ রিক্সাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।