‘সশস্ত্র বাহিনী জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে’
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। যে কোন দুঃসময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং একটা ভরসাস্থল হিসেবে সেই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
রোববার (৫ মে) ঢাকা সেনানিবাসে ‘প্রধানমন্ত্রীর দরবারে’ দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের মানুষ সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছিলো। যেকোন সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার জন্য সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস জরুরী উল্লেখ করে তিনি বলেন, আমার প্রচেষ্টা ছিলো সেনাবাহিনীর প্রতি যেন মানুষের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধার হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
সশস্ত্র বাহিনীর জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালে যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ভিত্তিতে ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করে তার সরকার তা বাস্তবায়ন করে যাচ্ছে।
সরকার প্রধান বলেন, আমাদের সশস্ত্র বাহিনী শান্তিরক্ষা মিশনে যে অবদান রাখছেন প্রত্যেকটি দেশ এর ভূয়শী প্রশংসা করে থাকে। কাজেই সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।