সরে দাঁড়ালেন মোদী! বদলে যেতে পারে সমীকরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফার চিঠি তুলে দেন তিনি। রাষ্ট্রপতিও তার ইস্তফা গ্রহণ করেন। একই সাথে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেন মুর্মু।
আরও পড়ুন : ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙবেন মোদি, শপথ ৮ জুন
সবকিছু ঠিকঠাক থাকলে তিন মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ। খবর অনুযায়ী, শনিবার (৮ জুন) মোদী প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নিবেন। এর আগে নিয়ম অনুযায়ী পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
মঙ্গলবার (৪ জুন) দেশের ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ভোটে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। আর বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। অন্যান্য দল ১৮টি।
২০১৪ এবং ২০১৯ সালে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ, ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন। বিজেপি এককভাবে জিতেছে ২৪০টি আসন। তাই সরকার গঠন করতে তা শরিকদলগুলির উপর নির্ভর করতে হবে। এই পরিস্থিতিতে বুধবার (৫ জুন) এনডিএ-র শরিকদের নিয়ে দিল্লিতে বৈঠকে বনেন মোদী, অমিত শাহরা। একই সাথে দিল্লিতেই বুধবার সন্ধ্যায় বৈঠক রয়েছে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদেরও।
এনডিএ শরিকদের নিয়েই সরকার গড়তে হবে মোদীকে। এ পরিস্থিতিতে কোন একটি শরিক দলও যদি বেঁকে বসে, তবে সমীকরণ বদলে যেতে পারে। অনেকের মতে, আর এ কারণেই বেশি সময় নিতে চাইছেন না মোদী। চলতি সপ্তাহেই শপথ নিবেন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে বুধবার (৫ জুন) বৈঠকে বসেন মোদী। এদিন সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়। এটা ছিলো দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রী পরিষদের শেষ বৈঠক। সেখানে শনিবার (৮ জুন) শপথগ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।