সংবাদ শিরোনাম ::
সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ!
নিজস্ব পতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
কোটা সংস্কার দাবির আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
তাতে বলা হয়েছে, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভূক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।