সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে ১৫ দিনের মধ্যে
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
আগামী ১৫ দিনের মধ্যে দেশের সব সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় জনপ্রশাসন সচিব বলেন, চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলে নির্ধারিত ফরম তৈরি করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে ফর্ম ও প্রক্রিয়া চূড়ান্ত হবে। এ বিষয়ে দুদকের সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বেতন পান এমন প্রত্যেককে এ হিসাব দিতে হবে। তা না দিলে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করা হবে।
এর আগে রোববার (১ সপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়।