সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
দেশের চারসমুদ্রবন্দর কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।শুক্রবার (২৮ জুন) দুপুরে এ সতর্ক সংকেত জারি করা হয়। আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সংকেত বহাল থাকবে।
আরও পড়ুন : সাংবাদিক নিয়োগ দেবে বাংলা টাইমস
তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়, বরিশাল, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সন্ধ্য ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, রংপুর,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।