সমাবেশে যোগ দিলেই লাখ টাকা! শাহবাগে শত শত মানুষ
- সংবাদ প্রকাশের সময় : ১২:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
‘বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে প্রত্যেককে একলাখ টাকা করে সুদমুক্ত ঋণ দেয়া হবে’ আর এই ঋণ পেতে হলে ১০০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে- এমন শর্ত দিয়ে দেশে বিভিন্ন স্থান থেকে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষকে জড়ো করার চেষ্টা করে ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামের একটি সংগঠন।
অভিযোগ উঠেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ‘অহিংস গণঅভ্যুত্থান’ মানুষ এনে শাহবাগে জড়ো করেছে। যদিও পুলিশ ও শিক্ষার্থীরা জড়ো হওয়া মানুষদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছে।
জানা গেছে, ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামে সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া মানুষকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা।
রবিবার (২৪ নভেম্বর) রাত ১টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। তবে তারা জানেন না, কী হবে। শুধু জানেন শাহবাগে আসলে সুদমুক্ত ঋণ পাওয়া যাবে।
এদিকে, প্রশাসনকে দূষছেন সচেতন মানুষ। তারা বলছেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, রোববার রাতে ঢাকায় অন্তত ৮০০ বাস ঢুকেছে। শাহবাগে আন্দোলন করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব লোকজনকে আনা হয়েছে।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে জানান, অহিংস গণঅভ্যুত্থান নামের সংগঠনটি সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছিল। আমরা তাদের অতীত ঘেঁটে দেখলাম অতীতেও এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। গাইবান্ধা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ সারা দেশ থেকে তারা লোকজন নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, আমরা রাত ১২টার পর থেকেই বাসে আসা মানুষগুলোকে বুঝিয়ে ফেরত পাঠাচ্ছি। কিন্তু একের পর এক বাস আসছেই। আমরা সতর্ক অবস্থানে আছি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে।