সমাবেশে বিএনপির হাজারো নেতাকর্মী
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। এরমধ্যে দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশগ্রহণ করেছেন।
বুধবার (৭ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করে।
এর মধ্যে মঙ্গলবার (৬ আগস্ট) রাত থেকে নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ করে বিএনপি। প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে চালিয়ে যায় দলটি। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা।