সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বুধবার (১৩ মার্চ) চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বাসা থেকে বেগম খলেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে।