সদরপুরে ওসির অপসারণ দাবিতে ছাত্রদলের মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সদরপুর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সদরপুর থানার মেইনগেইটের সামনে সদরপুর কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক রুমন মাতুব্বরের নেতৃত্বে একটি ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাত দিনের মধ্যে ওসির অপসারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, বর্তমান ওসি এখনো আওয়ামী লীগ ও নিক্সন চৌধুরীর সমর্থকদের সাথে একত্রিত হয়ে কাজ করছে। তাদের কথা মত বিভিন্ন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে থাকেন। ছাত্রদলের সদস্যদের হয়রানি করেন। থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণের সাথে খারাপ আচরণ করেন। আমরা এমন ওসি চাই না। আমরা আইজিপি ও ফরিদপুরের এসপির দৃষ্টি আকর্ষণ করছি। যদি আগামী ৭ দিনের মধ্যে এই ওসিকে অপসারণ না করা হয় তবে এর পরে আরও বড় আকারে অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করা হবে।
মানববন্ধন নিয়ে সদরপুর থানার ওসি মো. মোতালেব হোসের মুঠোফোনে বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপির কোন ওসি না। আমি প্রজাতন্ত্রের চাকরি করি, পুলিশ কোনো দলের না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে যখন যেখানে দিবে সে তখন সে জায়গার দায়িত্ব পালন করবে। আমার কাছে কেউ যদি অসদ উদ্দেশ্য নিয়ে আশে আমি সেটা করবোনা, সেটা সঠিক আমি সেইটাই করবো।
তিনি বলেন, মানববন্ধনকারীদের কোনো দাবি থাকলে তারা প্রথমে সেটা আমাকে জানাবে। আমি সে দাবি পূরণ না করতে পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানাবে।