সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: নিহত একই পরিবারের ৩ জনের বাড়ি মঠবাড়িয়ায়
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলো-মো. বেলাল (২৫), মুক্তা (২৬) ও তিন বছরের শিশু মাইশা। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর তিনটার দিকে সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পল্টুনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অন্য দুজন হলো- রবিউল (১৯) ও রিপন হাওলাদার (৩৮)।
জানা গেছে, সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের লঞ্চ দুটি রশি দিয়ে বাঁধা ছিল। বেলা ৩টার দিকে এই দুই লঞ্চের মাঝ দিয়ে ফারহান লঞ্চটি পন্টুনে ঢোকার সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এ সময় লঞ্চে ওঠা অবস্থায় পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন বলেন, নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।