সংবাদ প্রকাশের পর রাস্তার গাছ জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তার পাশের অবৈধভাবে গাছ কেটে নেওয়া গাছ স্হানীয় একটি স’মিল থেকে জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় AC Land Madhabpur Habiganj ফেইসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান, জব্দকৃত গাছ সিলেট বন বিভাগের রঘুনন্দন রেঞ্জ, জগদীশপুর বিট কাম চেক স্টেশনে রাখা হয়েছে।
উপজেলার ধর্মঘর পশ্চিম বাজার থেকে হাই স্কুলের মাঠ হয়ে দক্ষিণ দিকে মালঞ্চপুর-সন্তোষপুর এলাকায় যাওয়ার ডিসি রোড থেকে বড় বড় ৭ টি আকাশমণি গাছ কেঁটে নিয়ে যায় স্থানীয় আশরাফুল আলম রানা। সে ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
প্রসঙ্গত, শনিবার সকালে আশরাফুল আলম রানা ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর সন্তোষপুর এলাকায় ডিসি রোডের পাশে থেকে ৭টি আকাশমণি গাছ কেটে নিয়ে যান। গাছ কাটার খবর পেয়ে মনতলা ভূমি অফিসের তহসিলদার মো: মজিবুর রহমান ও সার্ভেয়ার ঘটনাস্থল গিয়ে সরকারি রাস্তার পাশে থেকে সাতটি গাছ কেটে নেয়ার প্রমাণ দেখতে পান। এ নিয়ে বাংলা টাইমসে সংবাদ প্রকাশ করলে রোববার সকালে উপজেলার মনতলা ভূমি অফিস ও জগদীশপুর বিট অফিস যৌথ অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করে।
সিলেট বন বিভাগের রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভুইয়া বলেন, গাছগুলো মূলত এলজিইডির আওতায় তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নিব।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল জগদীশপুর বিট কাম চেক স্টেশন, রঘুনন্দন রেঞ্জ, সিলেট বন বিভাগ এ আছে। এ ব্যাপারে বন বিভাগ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।