সংকট নেই, তবুও বেশি চালের দাম
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
সপ্তাহের ব্যবধানে বেড়েছে নিত্যপণ্যের দাম। চাল-চিনি-মুরগি কোন কিছুতেই স্বস্তি নেই। সবকিছুই কিনতে হচ্ছে বাড়তি দামে। তবে এজন্য ক্রেতারা এর জন্য নজরদারির অভাবেকে দায়ী করছেন।
শুক্রবার (২ আগস্ট) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পন্য সরবরাহের কোন ঘাটতি নেই। তবুও সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে চালের দাম। কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়ে মোটা চাল। যা সর্বনিম্ন বিক্রি হচ্ছে ৫৪ ও সরু চাল ৭০ টাকার বেশি।
চিনির দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে । কেজিতে বেড়েছে ৫ টাকা। যা বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।
ব্রয়লার মুরগির দামও কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে।
পেঁয়াজ ও আলুর দামও কমেনি। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। আর আলু ৬০ টাকায়।
তবে অপরিবর্তিত কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা। দাম বৃদ্ধির জন্য বিক্রেতারা সরবরাহে ঘাটতির দোহাই দিচ্ছেন।
সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের। গড়ে ৬০ টাকায় মিলছে বেশিরভাগ সবজি।