শ্রম আইন লঙ্ঘন/ জামিনের মেয়াদ বাড়লো ড. ইউনূসের
- সংবাদ প্রকাশের সময় : ১২:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত। একই সাথে গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদও বাড়লো। গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তা হলো- প্রতিষ্ঠানেরর পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আদালতে উপস্থিত হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করেন।
এর আগে চলতি বছরের ৩ মার্চ এ মামলায় তাদের জামিনের মেয়াদ বাড়িয়েছিলো আদালত। সেদিন পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
শ্রম আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ ড. ইউনূসসহ ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।