শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও রাজধানীর একটি থানায় দুই মামলা হয়।
র্যাবের হেলিকপ্টার থেকে মোহাম্মাদপুরে শিশু জোবায়েদ হোসেনকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুটির মামা আব্দুল্লা আবু সাঈদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে আদালতে সি আর মামলা দায়ের করলে মোহাম্মদপুর থানাকে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ মন্ত্রী ও পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
এ ছাড়া শেরে বাংলানগর থানার সামনে সিএনজি চালক সাহাবউদ্দিন (৩৫) নিহতের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। নিহতের বাবা আবুল কালাম এই মামলা দায়ের করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসাদুজ্জামান খান কামাল,সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, আনিসুল হক, হাছান মাহমুদ, আলী আরাফাতসহ ১১ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
এর আগে বুধবার (১৪ আগস্ট) মিরপুরে কলেজছাত্র নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। এদিন তিনিসহ আরও কয়েকজনের নামে গুমের অভিযোগে মামলা করা হয়। এছাড়া শেখ হাসিনাসহ আরও কয়েকজনের নামে আরও একটি হত্যা মামলা হয়েছে মঙ্গলবার।
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। পরে ৮ আগস্ট শপথ নেয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।