ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিও বার্তায় বললেন তারেক রহমান

শুধু হাসিনা নয়, বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শেক হাসিনাই শুধু পালিয়ে যায়নি। তার বিনা ভোটের মন্ত্রিসভা, সব এমপি, এমনকি তাদের নিয়োগ দেওয়া বায়তুল মোকাররমের খতিবও পালিয়ে গেছে। নজিরবিহীন এমন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়।

রোববার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান ভিডিও বার্তায় বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করুন।

তিনি আরও বলেন, বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদি রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হয় সেটা বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত।

তারেক রহমান বলেন, বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার সুযোগ নেই। আর সেই লক্ষ্যে ২০২৩ সালের জুলাই মাসে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গণভবন স্বৈরাচারী হাসিনার দুর্নীতি দুঃশাসন, অনাচার, অপকর্মের প্রতীক। এরমধ্যে বিভিন্নমহল থেকে গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিও বার্তায় বললেন তারেক রহমান

শুধু হাসিনা নয়, বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছে

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শেক হাসিনাই শুধু পালিয়ে যায়নি। তার বিনা ভোটের মন্ত্রিসভা, সব এমপি, এমনকি তাদের নিয়োগ দেওয়া বায়তুল মোকাররমের খতিবও পালিয়ে গেছে। নজিরবিহীন এমন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়।

রোববার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান ভিডিও বার্তায় বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করুন।

তিনি আরও বলেন, বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদি রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হয় সেটা বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত।

তারেক রহমান বলেন, বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার সুযোগ নেই। আর সেই লক্ষ্যে ২০২৩ সালের জুলাই মাসে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গণভবন স্বৈরাচারী হাসিনার দুর্নীতি দুঃশাসন, অনাচার, অপকর্মের প্রতীক। এরমধ্যে বিভিন্নমহল থেকে গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে।