বললেন তারেক রহমান
শুধু সংস্কার নয়, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতোদিন না মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততোদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে প্রস্তুত থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তিনি।
তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণসভায় ভার্চুয়ালি তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, তাঁত শিল্পের সাথে অনেক মানুষের ভাগ্য জড়িত। আগামীতে সরকার গঠন করলে তাঁত শিল্প ও তাঁতীদের পাশে দাঁড়াবে বিএনপি। এছাড়া কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি বেকারত্ব দূরীকরণের দিকেও তাদের নজর থাকবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের আত্মদান দেশের কোটি কোটি মানুষের জন্য। দেশের জন্য। এদেশ স্বৈরাচারমুক্ত হোক, দেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন।