শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও দেওয়ান
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক উপজেলা পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেলেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান হয়।
বুধবার (১০ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার হাতে পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেনসহ সকল উপজেলার নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে এই সম্মাননা প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন নলডাঙ্গার সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নলডাঙ্গার জনসাধারণ। সকলেই একমত যে, ইউএনও দেওয়ান আকরামুল হকের প্রচেষ্টায় নলডাঙ্গায় প্রশাসনিক কাজে গুণগত পরিবর্তন এসেছে।
নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও ) দেওয়ান আকরামুল হক বলেন, এই প্রাপ্তি তার দায়িত্ব আরো বাড়িয়ে দিলো। জনসেবায় তিনি তাঁর সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাবেন । তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব আরো সঠিকভাবে পালনে সকলের সহায়তা কামনা করেন।এই প্রাপ্তি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে একজন সরকারি কর্মচারী হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।