সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যান যাত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৫০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় খাইরুল ইসলাম (৩২) নামে ভ্যানগাড়ির যাত্রী নিহত হয়েছে। নিহত খাইরুল শিবগঞ্জ উপজেলার পার এখলাসপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
বুধবার (২ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার পুশকনী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে খাইরুল চার্জার ভ্যানে করে কানসাট যাওয়ার পথে পুশকনী এলাকায় গাড়িটির চাকা ভেঙ্গে যায়। পিছন থেকে একটি ট্রলি ভ্যান গাড়িকে আঘাত করে। এ সময় ভ্যান গাড়িতে থাকা খায়রুল নামে এক যাত্রী পড়ে গিয়ে গুরুতর আহত হয় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে খাইরুলের মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি গোলাম কিবরিয়া।