সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদে মাঝে স্কুল ড্রেস বিতরণ
পাবনা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম,
সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা, আব্দুল বাতেন, আয়েশা খাতুন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় দরিদ্র ছাত্র-ছাত্রীরা অপ্রত্যাশিতভাবে স্কুল ড্রেস পেয়ে দারুন উচ্ছ্বসিত হয়ে পড়ে। তাদের অনাবিল আনন্দে মুখরিত হয়ে ওঠে উপজেলা সম্মেলন কক্ষে।