ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব- শারদীয় দুর্গোৎসবের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব। বুধবার (৯ অক্টোবর) কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলু ধ্বনির মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।

গত ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের উৎসবের আনুষ্ঠানিকতা।

চলতি বছর সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এদিকে টানা ৪ দিনের সরকারি ছুটি উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার নির্বাহী আদেশে আগামী বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আগামী ১৩ অক্টোবর (রোববার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে। এ বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। আর দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়।

এদিকে, পূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল পূজা মন্ডপের ঠিক উল্টো পাশের র‍্যাব এবং পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ডগ স্কোয়ার্ডের মাধ্যমে চলছে কঠোর তল্লাশি। টহল দিচ্ছে র‍্যাব পুলিশ এবং সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনী। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শারদীয় দুর্গোৎসব শুরু

সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব- শারদীয় দুর্গোৎসবের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব। বুধবার (৯ অক্টোবর) কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলু ধ্বনির মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।

গত ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের উৎসবের আনুষ্ঠানিকতা।

চলতি বছর সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এদিকে টানা ৪ দিনের সরকারি ছুটি উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার নির্বাহী আদেশে আগামী বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আগামী ১৩ অক্টোবর (রোববার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে। এ বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। আর দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়।

এদিকে, পূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল পূজা মন্ডপের ঠিক উল্টো পাশের র‍্যাব এবং পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ডগ স্কোয়ার্ডের মাধ্যমে চলছে কঠোর তল্লাশি। টহল দিচ্ছে র‍্যাব পুলিশ এবং সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনী। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী।