শহীদ মিনারে জমায়েতের চেষ্টা, টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ সোমবার (৫ আগস্ট)। এর অংশ হিসেবে সকাল থেকে এ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন অনেকে। কারফিউ উপেক্ষা করে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিতে গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।
সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার বেশ কয়েকজন। এসময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। ছোড়া হয় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড। এতে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে ৬-৭টি সাঁজোয়া যানসহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহীদ মিনারের দিকে যায়। এ সময় শহীদ মিনারে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যেতে বলেন তারা।