সংবাদ শিরোনাম ::
শপিং মলে আগুন, নিহত ১৬
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিগং শহরে একটি শপিংমলে আগুনে ১৬ জন নিহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) ১৪ তলা ভবনে আগুন লাগে। এতে আরও অনেকে আহত হয়েছে। এ তথ্য স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগ থেকে ৩০০ জরুরি কর্মী এবং কয়েক ডজন গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। নির্মাণকাজ থেকে আগুনের সূত্রপাত।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধারকর্মী এবং প্রাদেশিক কর্মকর্তাদের যত তাড়াতাড়ি সম্ভব আগুনের কারণ নির্ণয় করতে আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে দক্ষিণ-পূর্ব চীনে একটি ভবনে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু হয়। এর কদিনের মধ্যে আরেকটি অগ্নিকাণ্ডে ১৩ শিশু নিহত হয়।