ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


সারা দেশে বিক্ষিপ্তভাবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বন্যাকবলিত নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারে শুক্রবার (২৩ আগস্ট) বৃষ্টির প্রবণতা কম থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, শনিবার (২৪ আগস্ট) থেকে এসব এলাকাগুলোয় আবারও ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া, আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলসহ রংপুর, ঢাকা, রাজশাহী,বরিশাল ও সিলেটের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কক্সবাজারে ১৫১ মিলিমিটার।

কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। ১২ জেলায় বন্যাকবলিত অন্তত ৪২ লাখ মানুষ। হঠাৎ বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছে মানুষজন। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটছেন আশ্রয়কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।

অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার জন্যই বাংলাদেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভারত সরকার এই অভিযোগ নাকোজ করে দিয়ে বলছে, বাংলাদেশের বন্যা গোমতির নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার কারণে হয়নি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শনিবার থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে

সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪


সারা দেশে বিক্ষিপ্তভাবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বন্যাকবলিত নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারে শুক্রবার (২৩ আগস্ট) বৃষ্টির প্রবণতা কম থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, শনিবার (২৪ আগস্ট) থেকে এসব এলাকাগুলোয় আবারও ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া, আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলসহ রংপুর, ঢাকা, রাজশাহী,বরিশাল ও সিলেটের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কক্সবাজারে ১৫১ মিলিমিটার।

কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। ১২ জেলায় বন্যাকবলিত অন্তত ৪২ লাখ মানুষ। হঠাৎ বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছে মানুষজন। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটছেন আশ্রয়কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।

অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার জন্যই বাংলাদেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভারত সরকার এই অভিযোগ নাকোজ করে দিয়ে বলছে, বাংলাদেশের বন্যা গোমতির নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার কারণে হয়নি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে।