লোহাগড়ায় ট্রাকচাপায় ৩ জন নিহত, আহত ১
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়ের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পের সামনে এলাকায় ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত কুইন শেখ কে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।
নিহতরা হলো- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২৩), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস(৪৫) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২৪)। আহত হয়েছে একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ (২৬)।
জানা গেছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া গ্রামের জামাল মোল্যার বৃদ্ধা মায়ের মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া (খাট) গাঁড়ে করে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং এক আহত হয়েছে।
স্থায়ীয় লোকজন আহত জিয়া বিশ্বাস, শামিম শেখ, রাসেল মোল্যা, কুইন শেখ কে লোহাগড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্রেসে আনলে কবর্ত্যরত চিকিৎসক মেডিকেল অফিসার বিল্লাল হোসেন বলেন,হাসপাতালে আনার আগেই শামিম শেখ, জিয়া বিশ্বাস, রাসেল মোল্যার মৃত্যু হয়েছে ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল্লা আল মামুন বুধবার সকালে বলেন, ট্রাক চাপায় তিনজন হয়েয়ে। ঘাতক ট্রাক চালক ট্রাক চালিয়ে পালিয়ে গেছে।