সংবাদ শিরোনাম ::
লাঠি-সোঁটা নিয়ে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে লাঠি-সোঁটা নিয়ে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই বিভিন্ন হল থেকে হবিবুর রহমান হল মাঠে জড়ো হন শিক্ষার্থীরা। শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাংচুর করে শিক্ষার্থীরা। এরপর সেখানে রুমে থাকা বিছানাপত্র বাহির ফেলে অগ্নিসংযোগ ঘটান তারা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা হল ছেড়ে যাবো না।আমাদের আন্দোলন দমাতে পারবে না।
আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যার্থ। দাবি না মানা পর্যন্ত আমরা হল ছাড়ছি না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। রাষ্ট্র্রীয় সম্পদে যেন ক্ষয়ক্ষতি না করে।