সংবাদ শিরোনাম ::
লাইফসাপোর্টে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার
ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ মাধবপুর উপজেলা শাখার সভাপতি ও বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ডা. মহিউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার বেনু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি লাইফসাপোর্টে রয়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাসায় ব্রেইন স্ট্রোক করেন তিনি। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। তার রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থনা জানিয়েছেন।