ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লবঙ্গ খেলে হবে ভালো ঘুম, রয়েছে আরও যতো গুণ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লবঙ্গ অতিপরিচিত মশলা। যার গুণ শুধু রান্নায় নয়, মানুষের জীবনে আরো অনেক কিছুতে লবঙ্গের প্রয়োজন আছে। সুগন্ধীর পাশাপাশি ঔষধিগুণ সম্পন্ন।

লবঙ্গতে ‘ইউজেনল’ নামক একপ্রকার যৌগ থাকে, আর এজন্য সুগন্ধবিশিষ্ট। এছাড়া রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেলস। লবঙ্গে থাকে ফোলেট, বি কমপ্লেক্স, ভিটামিন সি, এ, ডি, ই, কে। আরও থাকে ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ,ফসফরাস, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, বিটা ক্যারোটিন। এসব যৌগগুলি মানুষের শরীরে জন্য অত্যন্ত উপকারী। লবঙ্গে যে পলিফেনল রয়েছে তা জীবাণুনাশক, বেদনানাশক, প্রদাহনাশক। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন। শরীরের ফ্রি র‌্যাডিক্যালস কমায়। ম্যাঙ্গানিজের একটি উৎকৃষ্ট উৎস হল লবঙ্গ। যা মস্তিষ্কের বিকাশে সহায়তা করে।

লবঙ্গ রক্তে সুগার নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। ২০১৯ সালে এক গবেষণায় দেখা যায় ‘নাইজেরিসিন’ নামক উপাদান ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।

বেদনানাশক গুণও রয়েছে লবঙ্গ তেলের। হাড় শক্ত রাখতে ও আর্থ্রাইটিস কমাতে লবঙ্গে উপস্থিত ‘পলিফেনল’ কার্যকর। জয়েন্টে ব্যথা, পেশির ব্যথা কমাতে সাহায্য করে।

ঠান্ডা লেগে সর্দিকাশি ও হাঁপানি জনিত সমস্যায় কাজে দেয়। লবঙ্গ তেল ফুসফুসের ব্যাকটিরিয়ায় সংক্রমণ রোধ করতে খুবই উপকারী। লবঙ্গ তেল ব্যাকটিরিয়া সংক্রমণ জনিত সর্দি-কাশি কমাতে সাহায্য করে।

লবঙ্গ শরীরের যে কোন টিউমারের বৃদ্ধি রোধ করে ক্যিনসার সেলগেলোকে নষ্ট করে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো খুবই উপকারী। ব্রেস্ট ক্যানসার ও খাদ্যনালির ক্যানসার রোধে দারুণ কার্যকর। দাঁতের সমস্যায় লবঙ্গ তেলের ব্যবহার অতিপ্রচলিত।

লবঙ্গে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যানেসথেটিক গুণাগুণ রয়েছে। তাই মুখ, গলা ও দাঁতের বিভিন্ন সমস্যা কমায়। এছাড়া অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে তাই মুখের দুর্গন্ধ নাশ করে, গলায় ইনফ্লেকশন, মুখের আলসার সারিয়ে তোলে। গর পানিতে লবঙ্গ তেল মিশিয়ে কুলকুচি করলে মুখের স্বাস্থ্য অটুট থাকে।

পেটের রোগনাশকে লবঙ্গ ভালো। এতে উপস্থিত ইউজেনল লিভারের ক্ষমতা বাড়ায়। এটি নিয়মিত খেলে হজমশক্তি বৃদ্ধি পায় ও পেটের আলসার সারাতে সাহায্য করে।

রাতে ঘুমানোর আগে অল্প গরমজলে লবঙ্গ দিয়ে ফুটিয়ে পান করলে ভালো ঘুম হয় । এছাড়া শরীরের নানা সমস্যা প্রতিহত করে।

তবে লবঙ্গের যেমন উপকারিতা রয়েছে তেমনি আছে অপকারিতাও। লবঙ্গ রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে লবঙ্গ তেল নিরাপদ নয়। এছাড়া লবঙ্গ তেলে ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই কোন মশলা ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লবঙ্গ খেলে হবে ভালো ঘুম, রয়েছে আরও যতো গুণ

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

লবঙ্গ অতিপরিচিত মশলা। যার গুণ শুধু রান্নায় নয়, মানুষের জীবনে আরো অনেক কিছুতে লবঙ্গের প্রয়োজন আছে। সুগন্ধীর পাশাপাশি ঔষধিগুণ সম্পন্ন।

লবঙ্গতে ‘ইউজেনল’ নামক একপ্রকার যৌগ থাকে, আর এজন্য সুগন্ধবিশিষ্ট। এছাড়া রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেলস। লবঙ্গে থাকে ফোলেট, বি কমপ্লেক্স, ভিটামিন সি, এ, ডি, ই, কে। আরও থাকে ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ,ফসফরাস, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, বিটা ক্যারোটিন। এসব যৌগগুলি মানুষের শরীরে জন্য অত্যন্ত উপকারী। লবঙ্গে যে পলিফেনল রয়েছে তা জীবাণুনাশক, বেদনানাশক, প্রদাহনাশক। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন। শরীরের ফ্রি র‌্যাডিক্যালস কমায়। ম্যাঙ্গানিজের একটি উৎকৃষ্ট উৎস হল লবঙ্গ। যা মস্তিষ্কের বিকাশে সহায়তা করে।

লবঙ্গ রক্তে সুগার নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। ২০১৯ সালে এক গবেষণায় দেখা যায় ‘নাইজেরিসিন’ নামক উপাদান ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।

বেদনানাশক গুণও রয়েছে লবঙ্গ তেলের। হাড় শক্ত রাখতে ও আর্থ্রাইটিস কমাতে লবঙ্গে উপস্থিত ‘পলিফেনল’ কার্যকর। জয়েন্টে ব্যথা, পেশির ব্যথা কমাতে সাহায্য করে।

ঠান্ডা লেগে সর্দিকাশি ও হাঁপানি জনিত সমস্যায় কাজে দেয়। লবঙ্গ তেল ফুসফুসের ব্যাকটিরিয়ায় সংক্রমণ রোধ করতে খুবই উপকারী। লবঙ্গ তেল ব্যাকটিরিয়া সংক্রমণ জনিত সর্দি-কাশি কমাতে সাহায্য করে।

লবঙ্গ শরীরের যে কোন টিউমারের বৃদ্ধি রোধ করে ক্যিনসার সেলগেলোকে নষ্ট করে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো খুবই উপকারী। ব্রেস্ট ক্যানসার ও খাদ্যনালির ক্যানসার রোধে দারুণ কার্যকর। দাঁতের সমস্যায় লবঙ্গ তেলের ব্যবহার অতিপ্রচলিত।

লবঙ্গে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যানেসথেটিক গুণাগুণ রয়েছে। তাই মুখ, গলা ও দাঁতের বিভিন্ন সমস্যা কমায়। এছাড়া অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে তাই মুখের দুর্গন্ধ নাশ করে, গলায় ইনফ্লেকশন, মুখের আলসার সারিয়ে তোলে। গর পানিতে লবঙ্গ তেল মিশিয়ে কুলকুচি করলে মুখের স্বাস্থ্য অটুট থাকে।

পেটের রোগনাশকে লবঙ্গ ভালো। এতে উপস্থিত ইউজেনল লিভারের ক্ষমতা বাড়ায়। এটি নিয়মিত খেলে হজমশক্তি বৃদ্ধি পায় ও পেটের আলসার সারাতে সাহায্য করে।

রাতে ঘুমানোর আগে অল্প গরমজলে লবঙ্গ দিয়ে ফুটিয়ে পান করলে ভালো ঘুম হয় । এছাড়া শরীরের নানা সমস্যা প্রতিহত করে।

তবে লবঙ্গের যেমন উপকারিতা রয়েছে তেমনি আছে অপকারিতাও। লবঙ্গ রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে লবঙ্গ তেল নিরাপদ নয়। এছাড়া লবঙ্গ তেলে ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই কোন মশলা ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।