লক্ষ্মীপুরে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা উলামায়ে কেরামের উদ্যোগে ‘জুলাই আন্দোলনে শহীদ’দের স্বরণে সীরাত কনফারেন্স-১৪৪৬ হিজরী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে দোয়া ও সীরাত কনফারেন্সে অতিথি হিসেবে অংশ নেন, দীর্ঘ এক দশক পর কারামুক্ত আলেমেদ্বীন ও তাওহীদের মুয়াজ্জিনগন।
সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদীস আল্লামা জসীমউদ্দীন রহমানী বলেন, অমুসলিমদের সাথে সুন্দর ও সৌজন্যপূর্ণ আচরণ রক্ষার শিক্ষাপ্রদানের পাশাপাশি ইসলাম তাকিদের সাথে বারবার এ নির্দেশও দিয়েছে- উদারতার নামে যেন নিজেদের দ্বীনদারি আক্রান্ত না হয়। দ্বীনের বিষয়ে, কোরআনের বিষয়ে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিষয়ে আপোস করা কোনোক্রমেই বৈধ নয়।
তিনি আরও বলেন, যারা তোমাদের দ্বীনের বিরোধিতা করেনি, তাদের সঙ্গে সদাচরণ করতে ও তাদের প্রতি ইনসাফ করতে ইসলাম নিষেধ করে না। কিন্তু ভারতের যেই কুলাঙ্গার আমাদের নবীকে নিয়ে যে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে, তা সারাবিশ্বের মুসলমানদের হৃদয়কে রক্তাত্ত করেছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিজেপি সরকারের পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ না নেয় তবে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করব। এরপর সারা দেশে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ।
লক্ষ্মীপুর দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শায়খ মুফতী হারুন ইযহার, মুবাল্লিগে ইসলাম মুফতী মাহমুদুল হাসান গুনভী, হযরত মাওলানা মীর ইদ্রীস, মাও. হাবিবুল্লাহ আরমান পাকিস্তানি, যুবসমাজের প্রেরণা পুরুষ মাও. রফিকুল ইসলাম মাদানী, টঙ্গী জামিয়া গাফুরিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মুফতী হাফিজুল্লাহ কাসেমী, উর্দু নাশিদ শিল্পী মুশফিক বিন জামাল ফজলে রাব্বি সহ আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।