র্যাবের অভিযানে প্রতারক ইউপি সদস্য আটক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
র্যাব-১২,পাবনা ক্যাম্পের একটি টিম সাঁথিয়ায় অভিযান চালিয়ে মকবুল হোসেন নামে এক প্রতারক ইউপি সদস্যকে আটক করেছে। আটক মকবুল হোসেন ধোপাদহ ইউনিয়ন পরিষদের৪ নং ওয়ার্ডের মেম্বার।
সে ধোপাদহ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মেম্বর। তার বিরুদ্ধে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব সূত্র জানায়, প্রতারিত একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে র্যাব,পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে র্যাবের একটি দল সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ইউপি সদস্য মকবুল হোসেনকে আটক করে।
র্যাব আরও জানায়, আটককৃত মকবুল হোসেন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২৪ লাখসহ একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।